ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের সেবা সমূহ:
১।কম্পিউটার প্রশিক্ষন(৩ মাস ও ৬ মাসের কোর্স)।প্রশিক্ষন শেষে সনদ প্রদান করা হবে।
২।জাতীয় পরিচয় পত্র থেকে ছবি করা হয়, ছবি থেকে ছবি করা হয়। ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে ৫ মিনিটে ছবি ডেলিভারী করা হয়।
৩।অনলাইনের জন্ম সনদ প্রদান করা হয়।
৪। যে কোন সাইজের কাগজ ফটোকপি করা হয়।
৫। ইন্টারনেটের মাধ্যমে দেশে ও বিদেশে অবস্থানরত প্রিয়জনের সঙ্গে সরাসবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলা ও দেখা যাবে।
৬। ইন্টারনেটের মাধ্যমে দেশে ও বিদেশে যে কোন ই-মেইল ও ছবি পাঠানো যাবে।
৭। ইন্টারনেটের মাধ্যমে দেশের সরকারী প্রায় ৭৪ প্রকারের ফরম পাওয়া যাবে।
৮। কম্পিউটারের যাবতীয় কাজ করা হয়।
৯। ইন্টারনেটের মাধ্যমে ছাত্র ও ছাত্রীদের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজ করা যাবে।
১০। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল একাউন্ট খোলা, টাকা জমা এবং উত্তোলন করা যাবে।
১১।দেশ ও বিদেশের যে কোন স্থানে টাকা আদান প্রদান করা যাবে।
পরিচালক
নিবাস চন্দ্র সরকার মোবাইল(০১৭১০৪৩৭৬৭০)
দিপালী রানী মাহাতো, মোবইল নং ০১৭৪০৪২৫৮৫০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস