দর্শনীয় স্থান বুরুজ। ইহা ধামাইনগর ইউনিয়েনর ৭ নং ওয়ার্ড এর ক্ষিরতলা গ্রামে অবস্থিত। দ্বাপর যুগে বিরাট রাজা বুরুজে বাস করতেন। তার এক ছেলে নাম উত্তর এবং এক মেয়ে নাম উত্তরা। কিচক তার শ্যালক ও সেনাপিত ছিলেন। দ্বপর যুগের শেষের দিকে কুরু ক্ষেত্রের যুদ্ধে পরাজিত হয়ে রাজা সপরিবারে মারা যান। বিরাট রাজা হাজার হাজার গরু পালন করতেন, তাই তিনি ক্ষিরতলা গ্রামে প্রতাপ দিঘী ও কাতলা নামের ২ টি দিঘী খনন করেন। আয়তন ২৬ বিঘা। বর্তমানে একটি বট গাছ কালের স্বাক্ষী হয়ে বুরুজে দাড়িয়ে আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস